বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আইরিশ কর ফাঁকির বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপিয়ান কমিশন। এতে এক মামলায় অ্যাপলকে ১৩০০ কোটি ইউরো কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এবার এই আদেশের বিরুদ্ধে আদালতে লড়াই করবে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গভিত্তিক জেনারেল কোর্টে দুই দিনের শুনানিতে অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা লুকা মায়েসট্রির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা ভাবছে অ্যাপল। ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ আদালত বলা হয় জেনারেল কোর্টকে।

২০১৬ সালের অগাস্টে কমিশনের পক্ষ থেকে বলা হয়, আয়ারল্যান্ডের ১৯৯১ এবং ২০০৭ সালের কর আইনে দুই দশকের বেশি সময় ধরে অ্যাপলের ওপর আদায়যোগ্য কর কৃত্রিমভাবে কমিয়ে রাখা হয়েছে, যা বেআইনি।

ইউরোপিয়ান কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্টাগার উদাহরণ হিসেবে বলেন, ২০১৪ সালে অ্যাপলের মূল আইরিশ ইউনিট ০.০০৫ শতাংশ কর দিয়েছে, যা প্রতিষ্ঠানটির জন্য অনেক কম।

অ্যাপলের দাবি তারা ভুল কিছু করেনি। আইরিশ এবং মার্কিন কর আইন মেনেই কর পরিশোধ করা হয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, আদালতকে তারা যুক্তি দেখাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র করের বেশির ভাগ পাবে কারণ নকশা, প্রকৌশল এবং উন্নয়নসহ তাদের পণ্যের বেশিরভাগ কাজ হয় যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে আয়ারল্যান্ডের দাবি, কর বিষয়ে কমিশন তার ক্ষমতার বাইরে কাজ করছে এবং ইইউ সদস্যদের জাতীয় সার্বভৌমত্বে বাধা দিচ্ছে। ইইউয়ের রুলিংকে চ্যালেঞ্জ করেছে দেশটিও।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য আইরিশ কর আইন বেশ লোভনীয়। দেশটির ১০ শতাংশ কর্মী এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন।

লুক্সেমবার্গ আয়ারল্যান্ডের পক্ষে থাকলেও কমিশনকে সমর্থন দিচ্ছে পোল্যান্ড।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews