অন্যতম জনপ্রিয় গাড়ি সংস্থা কিয়া তাদের সনেট গাড়ির নতুন দুটি ভ্যারিয়েন্ট আনলো। এই দুই মডেল হলো- এইচটিই (ও) এবং এইচটিকে (ও), দুই মডেল পাবেন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের বিকল্প। গাড়ির অন্যতম আকর্ষণ সানরুফ ফিচার এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।

কিয়ার সনেট গাড়ির পেট্রোল ও ডিজেল মডেলের দুই ভ্যারিয়েন্টেই পাবেন সানরুফ। এইচটিকে মডেলে রয়েছে অতিরিক্ত কানেক্টেড এলইডি টেল লাইট, অটো এসি, গাড়িতে নতুন যোগ করা হয়েছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, কি-লেস এন্ট্রি, হাইট অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট এবং পাওয়ার উইন্ডো। গাড়িতে সানগ্লাস হোল্ডারের সুবিধাও পাবেন।

গাড়িতে সেফটি ফিচার্স রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং ফ্রন্ট পার্কিং সেন্সর। গাড়িতে দু’ধরনের ইঞ্জিন থাকলেও ট্রান্সমিশনের ক্ষেত্রে শুধু ম্যানুয়াল বিকল্প যোগ করা হয়েছে। গাড়িতে পাবেন সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

নতুন মডেলে দু’রকমের ইঞ্জিন রয়েছে, একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ৮৩ পিএস শক্তি এবং ১১৫ এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। দ্বিতীয় ইঞ্জিনটি হলো ১.৫ লিটার ডিজেল যা সর্বাধিক ১১৬ পিএস শক্তি এবং ২৫০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

ভারতের বাজারে কিয়া সনেট পেট্রোল এইচটিই (ও) এবং এইচটিকে (ও) ভ্যারিয়েন্টের দাম ৭ লাখ ৯৯ হাজার রুপি এবং ৮ লাখ ৮৯ হাজার রুপি। অন্যদিকে গাড়ির ডিজেল এইচটিই (ও) এবং এইচটিকে (ও) মডেলের দাম ৯ লাখ ৮০ হাজার রুপি এবং ১০ লাখ ৫০ হাজার রুপি (এক্স-শোরুম)।

আরও পড়ুন

সূত্র: অটোকার ইন্ডিয়া

কেএসকে/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews