২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ৭:০২:৩৮ অপরাহ্ন Print this E-mail this

বরিশালে সাশ্রয়ী মূল্যে ডিম বিক্রির কার্যক্রম উদ্ধোধন

নগর প্রতিনিধিঃ

বরিশালে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার জন্য সাশ্রয়ী মূল্যে নগরীর বিভিন্নস্থানে ভ্রাম্যমান ভাবে ডিম বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেছে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৮) মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যলয়ের সম্মুখে বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল প্রাণিসম্পদ কার্যলয়ের আয়োজনে এবং গাজী প্লোট্রি ফার্ম ও এস,এস প্লোট্রি ফার্মের সার্বিক সহযোগীতায় একার্যক্রম শুরু করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (হভফযঅল) মনদীপ ঘড়াই, প্রাণিসম্পদ বিভাগীয় পরিচালক ড. মোঃ আবু সুপিয়ান,বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নুরুল আমিন।

এছাড়া এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক দপ্তরের বিভিন্ন নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্লোটি এসোশিয়েশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রহিম গাজী সহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা গণ।

পরে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এক ক্রেতার হাতে ডিম তুলে দিয়ে ডিম বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেন।

এসময় বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.নুরুল আলম বলেন, আমরা ৩০ রমজান পর্যন্ত সাশ্রয়ী মূলে এই ডি বিক্রির কার্যক্রম চালা রাখব এতে যে পরিমান ডিমের চাহিদা থাকবে তা পুরন করা হবে। তিনি আরো বলেন জন প্রতি একডজন ডিম একশত দশ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এর বেশি একজনকে দেওয়া হবে না। আমরা চাই যেন সকলেই ডিম ক্রয় করতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews