এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া না–পাওয়া নিয়ে গত ১০ দিন ভারতের শেয়ারবাজারে অনেক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। বুথফেরত সমীক্ষার এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের খবর ছড়িয়ে পড়লে শেয়ারবাজার চাঙা হয়। এরপর ভোট গণনায় যখন দেখা গেল, এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেদিন শেয়ার সূচক সেনসেক্সের পতন হয় প্রায় ৬ হাজার পয়েন্ট।

এর পরের তিন দিনের উত্থানে সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে উচ্চতার নতুন নজির। শুক্রবার প্রায় ১ হাজার ৬১৯ পয়েন্ট উঠে সেনসেক্স পৌঁছে যায় ৭৬ হাজার ৬৯৩ দশমিক ৩৬ পয়েন্টে; সোমবার তা ৭৭ হাজারের ঘর স্পর্শ করল।

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অবশ্য অভিযোগ, নির্বাচন ঘিরে ভারতের শেয়ারবাজারে বড় ধরনের জালিয়াতি হয়েছে। দেশটির অন্যান্য বিরোধী দলও তাঁর সঙ্গে সুর মিলিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews