আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলেন এইডেন মার্করাম। তাঁর সেই ইনিংস দক্ষিণ আফ্রিকাকে টেস্টের রাজদ- এনে দেয়। ২৭ বছর পর জেতা এই বৈশ্বিক ট্রফি প্রোটিয়াদের ‘চোকার্স’ কলঙ্কটাও মুছে দেয়। লর্ডসে স্মরণীয় ইনিংসটি খেলে ম্যাচসেরাও হন মার্করাম। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান এবার শুনলেন আরেকটি সুসংবাদ। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিনি শীর্ষ দশের দুয়ারে পৌঁছে গেছেন। সাত ধাপ এগিয়ে উঠছেন ১১ নম্বরে। গতকাল বুধবার হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে মার্করামের রেটিং পয়েন্ট ৭২৩। দশে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট কম। ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। এই সুযোগে ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিচেল।ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতে কোনো পরিবর্তন আসেনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আছেন ছয়ে। চূড়ায় আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। এক ধাপ এগিয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন লিটন। দুজনেরই রেটিং পয়েন্ট ৫৭১। মুশফিকুর রহিমও এক ধাপ এগিয়েছেন। তিনি আছেন ৩৯ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে ডাবল সেঞ্চুরির আশায় আছেন মুশফিক। গতকাল দুপুরে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে লিটন অপরাজিত ছিলেন ৬১ রানে। দারুণ ব্যাটিং করায় এই টেস্ট শেষে স্বাভাবিকভাবেই রেটিং পয়েন্ট বাড়ার কথা মুশফিক ও লিটনের। ছন্দ ধরে রাখতে পারলে পরবর্তী হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে হয়তো আরও ওপরে উঠে আসবেন। লর্ডসে দুই ইনিংস মিলিয়ে ১১০ রানে ৯ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, যা  বৈশ্বিক আসরের ফাইনালে কোনো বোলারের সেরা বোলিং। এমন পারফরম্যান্সের পর টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর স্থান ধরে রেখেছেন রাবাদা। যথারীতি শীর্ষে আছেন ভারতের যশপ্রীত বুমরা। টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম (১৬ নম্বর)। বাঁহাতি এই স্পিনারের অবস্থানের নড়চড় হয়নি। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের দুজনই বাংলাদেশি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews