ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘এক্স’-এ একটি পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’

হায়দার নামটি প্রায়শই হজরত আলীর (রা.) জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন। খবর বিবিসির।

ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় পোস্ট করেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে খামেনি বলেন, ইরান কখনোই জায়নবাদীদের (ইসরাইল) সঙ্গে আপস করবে না। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না। 

এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। 

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন’।

তিনি লেখেন, ‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ- আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়। ’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews