পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বাংলাদেশে ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল। আন্তর্জাতিক ব্যস্ততা ও ঠাসা সূচিকে কারণ হিসেবে দেখিয়ে সেই সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম মূল কারণ মনে করা হচ্ছে। শুধু এই সফর স্থগিত নয়, ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছে ভারত।

আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসি বৈঠক হওয়ার কথা। কিন্তু বিসিসিআই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। ভেন্যু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। বিভিন্ন সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন লিখেছে।

আরেকটি প্রতিবেদনে এসেছে, ভারত আপত্তি জানালেও ঢাকাতেই হবে বৈঠক। কোনও বোর্ড সদস্য যদি সেখানে উপস্থিত থাকতে না পারেন, তাহলে অনলাইনে যোগ দিতে পারবেন।

এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ চলবে। বর্তমানে এসিসির প্রধান পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভী। সেক্ষেত্রে তিনিও এই সিরিজে থাকতে পারেন। তারই ফাঁকে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা তাদের সদস্যদের নিয়ে বৈঠক করে ফেলবে। এ কারণে ঢাকা থেকে বৈঠক অন্য কোথাও সরানোর সুযোগ খুব ক্ষীণ।

এই  বৈঠকেই আসন্ন এশিয়া কাপ নিয়ে ঘোষণা আসতে পারে। চূড়ান্ত সূচিও জানিয়ে দেওয়া হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews