গত শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অংশ নিয়ে ১২ দলীয় জোট থেকে বাদ পড়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সোমবার (২১ জুলাই) দুপুরে জোটের এক নির্ভরযোগ্যসূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২১ জুলাই) ১২ দলীয় জোটের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা ও গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুণ জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) জোটের সদস্য হইতে অব্যাহতি প্রদান করা হলো। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ দলীয় জোটের কোনও দায় থাকবে না।’
জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১২ দলীয় জোটের শীর্ষ নেতারা গভীর দুঃখ ও পরিতাপের’ সঙ্গে এ সিদ্ধান্ত প্রদান করেন।
পরে বাংলা ট্রিবিউনের সঙ্গে একধিক নেতা জানান, মূলত শনিবার নিষেধাজ্ঞা সত্ত্বেও দলীয় প্রধান রাশেদ প্রধান জামায়াতের সমাবেশে অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়ায় এ জাগপাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।