যেসব ব্যথা বেশি পীড়া দেয় তার মধ্যে কাঁধের ব্যথা বা ফ্রোজেন শোল্ডার সবচেয়ে যন্ত্রণাদায়ক। এ রোগে স্বাভাবিক সময় যেমন হাত বিশ্রামে রাখলে বা আক্রান্ত হাত দিয়ে কোনো কাজ না করলে সাধারণত কোনো ব্যথা অনুভূত হয় না। কিন্তু ব্যথাতুর হাত দিয়ে কিছু ধরতে গেলে কাঁধে তীব্র ব্যথা অনুভূত হয়। অনেক রোগী রাতে ঘুমাতে পারেন না। আক্রান্ত পাশে পাশ ফিরলে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং গভীর রাতে তীব্র ব্যথা শুরু হয়। একবার ব্যথা শুরু হলে এই ব্যথা আর থামতে চায় না। এমনকি ব্যথার ওষুধও কাজ করে না। রোগীরা গরম পানির শেক, মালিশ ইত্যাদি দিতে থাকেন। এসবেও কাজ হয় না। কোনো সন্দেহ নেই ডায়াবেটিস রোগীদের এই ব্যথা সবচেয়ে বেশি হয়। 

চিকিৎসা : ডায়াবেটিস থাকলে ইন্ট্রাআর্টিকুলার ইঞ্জেকশন না দেওয়াই ভালো। এতে ডায়াবেটিস বেড়ে যায় এবং বেশির ভাগ ক্ষেত্রেই ব্যথা ভালো হয় না। দীর্ঘমেয়াদি ইলেক্ট্রো থেরাপি থেরা-পিউটিক এক্সারসাইজ ও ম্যানিপুলেশনের সমন্বয় অর্থাৎ আইপিএম এ ক্ষেত্রে খুব কার্যকর। তবে এ ক্ষেত্রে রোগীকে ধৈর্য ধারণ করতে হবে, ব্যথা নিমিষেই দূর করা সম্ভব নয়। ভালো হতে ২/৩ মাস পর্যন্ত লাগতে পারে।

  ডা. মোহাম্মদ আলী, চিফ কনসালট্যান্ট, এইচপিআরসি ফোন : ০১৮৭২৫৫৫৪৪৪।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews