জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বর্ষায় কাপড় ও আলমারি সুরক্ষিত রাখায় উপায় সম্পর্কে জানানো হল।

বর্ষায় কাপড় সংরক্ষণ করার উপায়

- কাপড় রাখার তাকের চারপাশ পুরানো খবরের কাগজ ভাঁজ করে রাখুন। কাগজ আর্দ্রতা নিয়ন্ত্রণ করে।

- ওয়ারড্রবের কোণায় এক পোটলা লবণ রেখে দিন। এটা আর্দ্রতা শোষণ করে। চাইলে কাপড়ের মাঝখানে চক রেখে দিতে পারেন, এটাও কাপড় শুষ্ক রাখতে সহায়ক।

- একটা মসলিনের ব্যাগে কয়েকটা কর্পুর রেখে তা কাপড়ের মাঝে রেখে দিন। এটা আর্দ্রতা শোষণ করে। তবে কর্পুর ব্যবহারে কাপড়ের রাখার জায়গায় কর্পুরের গন্ধ রয়ে যায়।

- কয়েকটা শুকনা নিমপাতা ওয়ারড্রবের কোণায় রেখে দিন। এটা কীট, মাকড় ইত্যাদি থেকে কাপড় সুরক্ষিত রাখার অনেক প্রাচীন পদ্ধতি।

- কাপড়ের মাঝখানে ন্যাপথলিনের বল রেখে দিতে পারেন। এতে ওয়ারড্রবে পোকামাকড়ের আক্রমণ হয় না।

ছাতা পড়া থেকে রক্ষা করতে

‘মৌল্ড’ বা ছত্রাক আর্দ্রতার কারণে হয়। যা মূলত বাতাস চলাচলের অভাবে দেখা দেয়। ওয়ারড্রবকে আর্দ্রতা থেকে রক্ষা করতে তা দেয়াল থেকে খানিকটা দূরে রাখুন।

খুব কাছাকাছি সময়ে পরা হবে না এমন পোশাক বায়ুরুদ্ধ অবস্থায় সিল করে রেখে দিন, এতে আর্দ্রতাজনিত সমস্যা হবে না।

দীর্ঘদিন অব্যাবহৃত কাপড়ে আর্দ্রতার কারণে ছত্রাকের সৃষ্টি হয়। তাই কাপড়ের শুষ্কতা নিশ্চিত করুন। সম্ভব হলে তা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

আরও খবর

কাপড় বিবর্ণ হয়ে যাওয়া রোধ করতে  

অন্তর্বাস পরিধানে যা খেয়াল রাখা উচিত  

করোনাভাইরাস: কাপড় পরিষ্কারে সাবধানতা  

আলমারিতে যা রাখার দরকার নেই  

যেভাবে আলামারি গোছাবেন  

বর্ষায় কাঠের আসবাব ভালো রাখার উপায়  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews