পাথরঘাটা, (বরগুনা): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চান ইউনিয়ন বিএনপির একজন সাধারণ সম্পাদক।  তিনি হলেন বরগুনার পাথরঘাটার দুই নম্বর নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩ নম্বর উত্তর মানিকখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ।



হারুন অর রশিদ উপজেলার এক নম্বর রায়হানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড গোলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে।

জানা গেছে, হারুন অর রশিদ বিএনপির নেতা হওয়ার জন্য ইতোমধ্যে পাথরঘাটা উপজেলা ও বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীসহ বিএনপির ঊর্ধ্বতন অনেক নেতাকর্মীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবার (১ জুলাই) বিএনপির কমিটি গঠন করার লক্ষ্যে পাথরঘাটা উপজেলা বিএনপি কার্যালয় দিনব্যাপী আয়োজিত কর্মী সভায় হারুন অর রশিদ অংশ নেন।

এজেডএম সালেহ ফারুকের সভাপতিত্বে ওই কর্মী সভায় বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ন আহ্বায়ক, সদস্য চৌধুরী মোহাম্মদ ফারুক, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন, শাহাবুদ্দিন সাকু, তালিমুল ইসলাম পলাশ, ফজলুল হক মাস্টার ও আমেনা বেগম।

কর্মী সভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা বলেন, এ  সভার মাধ্যমে পেছনের দিনে যারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন তাদের নিয়ে উপজেলা বিএনপি ও পাথরঘাটা পৌর বিএনপির আগামী নেতৃত্ব নির্বাচন করা হবে।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম বলেন, সরকারি কোন কর্মকর্তা দলীয় কোন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না। যদি কোন শিক্ষক বা কোন কর্মকর্তা দলীয় কার্যক্রমে জড়িত হয়ে থাকেন নির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বিএনপির সভায় যাননি বলে অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমাকে শত্রুতামূলক ফাঁসানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এএটি


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews