সুশাসনের ঘাটতির কথা উল্লেখ করে মুশতাক খান বলেন, ‘একবার পতন শুরু হলে থামানো কঠিন। শ্রীলঙ্কার রাজাপক্ষে সরকার আমাদের সামনে বড় উদাহরণ। ১ ডলারে শ্রীলঙ্কায় এখন ৩০০ রুপি পাওয়া যায়, আর পাকিস্তানে পাওয়া যায় ২০০ রুপি। সুশাসনের অভাবে সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কার মতো অনেক দেশ। ২০ বছর ধরে তারা বৈদেশিক ঋণ নিয়ে ইচ্ছেমতো ব্যয় করেছে এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে।’

দক্ষিণ কোরিয়া ও চীনে মামলা নিষ্পত্তির জন্য ২০ বছর ধরে কাউকে আদালতের বারান্দায় ঘুরতে হয় না বলে নিজের পর্যবেক্ষণের কথা তুলে ধরেন মুশতাক খান। বলেন, দেশে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ পাচারও হচ্ছে। এখন পাচার হওয়া অর্থ উদ্ধারে সরাসরি অ্যাকশনে যেতে হবে।

উদাহরণ দিয়ে মুশতাক খান বলেন, ‘দেখা যাচ্ছে ১০০ ডলারের রাস্তা তৈরির জন্য ২০০ ডলার ঋণ নেওয়া হয়েছে। ১০০ ডলারের রাস্তা দিয়ে ২০০ ডলারের আয় আসবে না। এমনকি ১০০ ডলারের রাস্তাও ঠিকভাবে তৈরি করা হয়নি। সবচেয়ে কম দামে কীভাবে সবচেয়ে মানসম্পন্ন অবকাঠামো তৈরি করা যায়, আমাদের এখন সেই কৌশল রপ্ত করতে হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews