দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মিশন শুরু করলেন রজার ফেদেরার। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম রাউন্ডে সরাসরি সেটের জয় নিয়ে কোর্ট ছাড়েন সুইস কিংবদন্তি।

১২ মাস আগে হাঁটুর সমস্যায় ৬ মাসের বিরতির পর মেলবোর্নে এসে প্রত্যাশার পরিধি জানতেন না ফেদেরার। এবার শরীর-মনে আত্মবিশ্বাসী হয়েই নেমেছেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ক্যারিয়ারের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দৌড়ে পরিষ্কার ফেভারিট ৩৬ বছর বয়সী এই টেনিস আইকন। গতবার পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে হারিয়েছিলেন রাফায়েল নাদালকে।

স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ফেদেরার। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ জার্মান জ্যান লেনার্ড স্ট্রাফ। যিনি দক্ষিণ কোরিয়ান তরুণ কাউওন সুনউর বিপক্ষে ৬-১, ৬-২, ৬-৪ গেমের পারফরম্যান্সে প্রথম রাউন্ডের বাধা পার করেন।

ইনজুরির কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নেন অ্যান্ডি মারে। সরাসরি সেটের (৬-১, ৬-১, ৬-১) দাপুটে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। কনুইয়ের ইনজুরি কাটিয়ে গত বছরের জুলাইয়ের পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন শিরোপার আরেক দাবিদার নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ড জিতেছেন সরাসরি সেট ৬-১, ৬-২, ৬-৪ গেমে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮

এমআরএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews