এবার টালিউডের ছবিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। ছবির নাম 'ডিকশনারি’। এটি নির্মাণ করছেন ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

ভারতীয় সংবাদমাধ্যম  টাইমস অব ইন্ডিয়া এ তথ্য দিয়েছে।

মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে থাকছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। জানা গেছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহানকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তার অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 

'ডিকশনারি' বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' অবলম্বনে তৈরি। 

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, 'ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে। প্রায় এক দশক পর আবার পরিচালনায় ফিরছি।' 

এর আগে 'রাস্তা', 'তিস্তা' ও 'তারা' পরিচালনা করেন ব্রাত্য। 'ডিকশনারি' তার পরিচালিত চতুর্থ ছবি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews