অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচের আগে জিমিকে নিয়ে উত্তপ্ত হকি অঙ্গন

আগামীকাল প্রিমিয়ার হকি লিগের শেষ খেলায় আবাহনীর বিপক্ষে জিতলে মোহামেডান চ্যাম্পিয়ন। ড্র হলে মোহামেডান রানার্স আপ। আবাহনী জিতলে মেরিনারের সঙ্গে পয়েন্ট সমান হবে। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ঘিরে উত্তপ্ত হকি অঙ্গন।

তিন হলুদ কার্ডের কারণে কাল মোহামেডানের হয়ে জিমি খেলতে পারবেন না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য মোহামেডান ক্লাব থেকে ফেডারেশন ও লিগ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। অন্যথায় কাল ম্যাচ না খেলার একধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা। বৃহস্পতিবার ক্লাবের সভা কক্ষে কর্মকর্তারা সেই কথাই জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাব চলমান লিগে নিম্নমানের আম্পায়ারিং ও জিমির নিষেধাজ্ঞা নিয়ে ফেডারেশনের কঠোর সমালোচনা করে। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স আম্পায়ার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে সরাসরি কাঠগড়ায় দাড় করিয়ে বলেন, ‘আম্পায়ারের উদ্দেশ্যই ছিল যে কোনো উপায়ে সে জিমিকে কার্ড দেবে যাতে সে ফাইনাল ম্যাচটা না খেলতে পারে। এর সঙ্গে ফেডারেশন কর্মকর্তারা জড়িত।’ 

প্রিন্স সরাসরি ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পর্কে বলেন, ‘রাতের আধারে তিনি অনেক কিছু করছেন। বিশেষ ক্লাবকে তিনি সমর্থন করছেন।’

নতুন চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। তবে সেই চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না ফেডারেশন। কারণ বাইলজ অনুযায়ী কোনো প্লেয়ার তিন কার্ড দেখলে নিয়ম অনুযায়ী পরের ম্যাচ খেলতে পারবেন না। এর বাইরে যাওয়া সম্ভব নয় বলে জানান সাঈদ, ‘আমরা মোহামেডানকে আগেই জানিয়ে দিয়েছি, তাদের প্লেয়ারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব নয়। যখন দুটি হলুদ কার্ড দেখেছিল, তখন তাদের টিম ম্যানেজারকে অবহিত করা হয়েছে। সে ক্ষেত্রে এখন এসব কথা বললে কোনো লাভ নেই। আমরা বাইলজের বাইরে যাব না।’

জিমিকে ঘিরে যাই হোক না কেন আবাহনী তৈরি হচ্ছে শেষ ম্যাচ খেলার জন্য। আবাহনীর ভারতীয় কোচ সিদ্ধার্থ পান্ডে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘এটা আমাদের জন্য অলিখিত ফাইনাল। ছেলেরা প্রস্তুত আছে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে। দলের অবস্থা আগের চেয়ে ভালো। মানসিক দিক থেকেই ভালো অবস্থানে আছে। মোহামেডানকে হারিয়েই শিরোপা উৎসব করবো আমরা।’

তবে মোহামেডান যদি খেলতে না আসে, তাহলে নিয়ম অনুযায়ী আবাহনী ৩ পয়েন্ট পাবে। না খেলার হুমকি দিলেও লিগ শিরোপার সামনে দাঁড়ানো মোহামেডান আবাহনী ম্যাচ বয়কট করবে না বলেই মনে করেন হকি সংশ্লিষ্টরা। আর মোহামেডান ক্লাব কর্তারাও না খেলার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সব মিলিয়ে দেশের হকি অঙ্গনে লিগের শেষ দিনের আগে অন্যরকম উত্তেজনা বিরাজ করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews