ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার ইসরায়েলি প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প — এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানিরা এখনো কোনো আমেরিকানকে হত্যা করেনি।



নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা আরও জানান, ইসরায়েল সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি থামাতে বড় ধরনের হামলা চালানোর পর, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল তারা খামেনিকে হত্যা করার সুযোগ পেয়েছে।







তবে ট্রাম্প প্রশাসন সেই পরিকল্পনা থেকে তাদের সরে আসতে বলে।

তবে এই বার্তা ট্রাম্প নিজে সরাসরি দিয়েছেন কিনা, তা স্পষ্ট করা হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প ঘন ঘন যোগাযোগ রেখেছেন।

রয়টার্সের খবরে প্রতিক্রিয়া জানতে চাইলে ফক্সনিউজে দেওয়া সাক্ষাতকারে নেতানিয়াহু  বলেন, অনেক কথাই শোনা যায় যেগুলো আদৌ হয়নি, আমি এসব নিয়ে কথা বলতে চাই না।

তবে তিনি এটুকু বলেন, আমরা যা করা দরকার, করব। আর যুক্তরাষ্ট্রও জানে তাদের জন্য কী ভালো।

ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি এখনও ইরানের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার আশায় রয়েছেন। তবে ইসরায়েলি হামলার কারণে রবিবার ওমানে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়।

এমএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews