যশোরের চৌগাছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার আয়োজনে চৌগাছা ডিভাইন সেন্টারে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা সভাপতি ইসমাইল হোসেন।

সেক্রেটারি খালিদ বিন খলিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, প্রধান বক্তার বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মসলেহ উদ্দিন ফরিদ, বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র, মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, সাবেক যশোর জেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আলাউদ্দীন, চৌগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাস্টার তবিবর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ এবং কৃর্তী শিক্ষার্থীবৃন্দ।

সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা শুধু একটি স্বীকৃতি নয়; বরং ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার এক বিশাল অনুপ্রেরণা। আমার এই অর্জনের পেছনে বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রিয়জনদের ভালোবাসা অনস্বীকার্য। অশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চৌগাছা শাখাকে এভাবে আমাদের মতো শিক্ষার্থীদের সম্মানিত করার জন্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews