সম্পর্কে রাজি হওয়ার পর আর তর সয়নি প্রেমিকের। বিয়ে করার জন্য রীতিমত উঠেপড়ে লাগেন তিনি। প্রেমিকাকে ক্রমাগত প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন তিনি। তাতেও যেন বরফ গলছিল না।

প্রেমিকাকে টানা সাত বছর ধরে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তরুণ। নাছোড়বান্দা প্রেমিকের অনবরত প্রস্তাবে শেষমেশ বাধ্য হয়ে সাড়া দিলেন প্রেমিকা। অবশেষে প্রেমিকের গলায় মালা পরিয়ে দিলেন সারা নামের ওই নারী।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন সারা এবং লিউক নামের ওই তরুণ। ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা। পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ সারা তিন সন্তানের জননীও। অন্যদিকে, লিউক পেশায় ট্যাটুশিল্পী।

সারা এবং লিউক দু’জনেই অবশ্য অতীতে সম্পর্কের ঘাত-প্রতিঘাত সহ্য করে এসেছেন। দু’জনেই এখন জীবনে থিতু হতে চান।

তবে, নতুন করে আবার সংসার বাঁধার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় চান সারা। কিন্তু লিউকের যেন তর সইছিল না। সম্পর্কের বয়স ছ’মাস হতেই তিনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন সারাকে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিন সন্তানের জননী সারা। 

আরও পড়ুন

আরও পড়ুন

কেন ডেটিংয়ে খরচ কমাচ্ছেন জেন-জি’রা?

কেন ডেটিংয়ে খরচ কমাচ্ছেন জেন-জি’রা?

কখনো প্রাগের প্রাসাদে ক্যান্ডেললাইট ডিনার আয়োজন করতেন লিউক। কখনো আবার জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করতেন। প্রতিবারই আকর্ষণীয়ভাবে সারাকে বিয়ের প্রস্তাব দিতেন তিনি। আর প্রতিবারই লিউকের প্রস্তাব ফিরিয়ে দিতেন সারা।

এক পর্যায়ে ২০২৩ সালে সারাকে নিয়ে লন্ডনের গ্রিনিচে ঘুরতে যান লিউক। আর সেখানেই এক পা মুড়ে বসে সারাকে তিনি বলেন, ‘এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আর আমার জীবনের কেন্দ্রবিন্দু হলে তুমি। আমি চাই তুমি আমাকে বিয়ে করো’।

লিউকের এমন আবেগঘন প্রস্তাব আর ফেরাতে পারেননি সারা। রাজি হয়ে যান তিনি।

জানান, টানা সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। সম্পর্কে থাকাকালীন সারাকে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন লিউক। চলতি বছরের মে মাসে বিয়ে করেন দুজনে। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেন ক্যারিবিয়ান দ্বীপের জামাইকায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews