ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে ব্যবসায়ী-অংশীজনদের সঙ্গে ফাউন্ডেশনের যোগাযোগ বাড়ানোর তাগিদ দিতে গিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা তার সঙ্গে চা খেতে এসে কর কমানোর অনুরোধ করেন।

বুধবার এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রথমবার চালু এ পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জেসমিন আরা মলিসহ সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদপত্র ও পোর্টালের ২১ জন প্রতিবেদক।

অর্থ উপদেষ্টা বলেন, ''ব্যবসায়ীরা আমার সাথে দেখা করতে আসার আগে বলেন, ‘শুধু এক কাপ চা খেতে আসব- ১০ মিনিট’। সেই ১০ মিনিট চা খাওয়ার পর, বলে- ’স্যার আমার ট্যাক্স ফাইল তো একটু বেশি হয়ে গেল’...ওই যার যার কথা.. কমাতে বলে।''

অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরিসহ তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনকে সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি।

বিদেশের অভিজ্ঞতা তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আপনাদের জন্য সবচেয়ে ভালো যাদের অভিজ্ঞতা আছে, বিভিন্ন দেশে যাদের অভিজ্ঞতা আছে তাদের নিয়ে আসুন। মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ডে ছোট ছোট প্রতিষ্ঠান কীভাবে কাজ করে, দেখান। প্রয়োজনে কর্মশালা করুন, স্টাডি করুন।

“আমি একবার আমেরিকায় বরশি কিনতে গিয়ে দেখেছি পণ্যটা এসেছে চীনের এক প্রত্যন্ত গ্রাম থেকে। সেগুলো রপ্তানি বাজারের সঙ্গে যুক্ত হচ্ছে। উদ্ভাবন দরকার। একবার ফিলিপিন্সে গিয়ে কুটির শিল্পের এক নারীর সঙ্গে কথা বলেছি–সে বলল, রাতে আমি সিঙ্গাপুর যাচ্ছি ডিজাইনসহ অর্ডার দিতে।''

তিনি বলেন, ''আমাদের দেশের দুঃখ–এমন উদ্যোগগুলো তৈরি হয় না, উৎসাহ দেওয়া হয় না। এখন সময় এসেছে–রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। শুধু তৈরি পোশাকনির্ভর হলে চলবে না। প্রায় ৬০০-৭০০ ধরনের পণ্য রপ্তানি করা সম্ভব। এতে মানুষের আয় বাড়বে, জীবনমান বাড়বে।''

সংবাদমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিষয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের পর এ নিয়ে বড় ধরনের ঝামেলা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখতে হয়েছে।

সেজন্য ইতিবাচক প্রতিবেদন লিখলে তাতে সুবিধা হওয়ার কথা অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তুলে ধরেন তিনি।

আর্থিক ব্যবস্থাপনায় হিসাবের স্বচ্ছতার কথা বলতে গিয়ে অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘'আমরা স্বল্প সময়ের জন্য আছি। এই সময় আরও কমে গেছে, ফেব্রুয়ারি পর্যন্ত। যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যে মৌলিক কিছু সংস্কার আমরা করবই।

”ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে; যদিও ব্যাংক খাতের সংস্কারে কিছু সময় লাগতে পারে। আশা করছি, পরবর্তী সরকার এসব ভালো কাজ অব্যাহত রাখবে। আর যদি তারা ভালো কাজ অনুসরণ না করে, বেআইনি কিছু করে, তাহলে মানুষই তাদের টেনে নামাবে।’'

তিনি বলেন, ''মাঝেমধ্যে আমি দেখি যে অনেকে বলেন, সরকারের কার্যক্রমে ইতিবাচক কিছুই দেখছি না। তাদের বেশির ভাগই আমার ছাত্র। দেশে এত কিছু হচ্ছে, কিন্তু তারা চিহ্নই দেখতে পাচ্ছেন না। বিশেষ কিছু মানুষকে সুবিধা দেওয়া হলে তারা ঠিকই চিহ্ন দেখতে পেতেন। এগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হয়।”

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন ২০ রাখের বেশি উদ্যোক্তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবা দিয়েছে। তাদের মধ্যে আড়াই লক্ষাধিক সরাসরি সুবিধাভোগী এবং ৫৫ শতাংশ নারী উদ্যোক্তা।

আর্থিক সীমাবদ্ধতার কারণে উদ্যোক্তাদের সব চাহিদা শতভাগ পুরণ করা সম্ভব হচ্ছে না তুলে ধরে তিনি সক্ষমতা বাড়াতে সরকারের আরও মনোযোগ ও সহায়তা চান।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী আরও বেশি উদ্যোক্তাদের সেবার আওতায় আনতে এসএমই ফাউন্ডেশনের জন্য স্থায়ী অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা।

যারা পুরস্কার পেলেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেসমিন আরা মলি, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিএম নাজমুল হোসেন, ঢাকা পোস্টের মো. সফিকুল ইসলাম। যমুনা টেলিভিশনের রিমন রহমান, বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা, চ্যানেল ২৪ এর রাকিব হোসেন, বাংলাভিশনের গোলাম ময়নুল হোসেন, ফাইনান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজাউল করিম, এফএইচএম হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম ও ফারহান ফেরদৌস, সমকালের জসিম উদ্দিন বাদল, ডেইলি সান এর মৌসুমী ইসলাম ও রফিকুল ইসলাম, আমাদের সময়ের জিয়াদুল ইসলাম, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, আজকের পত্রিকার শাহ আলম খান, আজকের দৈনিকের মরিয়ম মনি ও রূপালী বাংলাদেশের মো. হাসান আরিফ ও রহিম শেখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews