যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়লো কাউন্টির এসপার্টো এলাকার একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার কিছু পর স্যাক্রামেন্টো শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় এ বিস্ফোরণ ঘটে। খবর আলজাজিরার।

ইয়লো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারপাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের চিফ কার্টিস লরেন্স জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে জোরালো একটি বিস্ফোরণ ঘটে, এরপর একের পর এক আতশবাজির মতো বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু সড়ক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাদানকারী সংস্থাগুলোতে একযোগে বহু ফোন কল আসতে শুরু করে।

ইয়লো কাউন্টি অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে, যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র ছিল। ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগ এই অগ্নিকাণ্ডকে ‘ওকডেল ফায়ার’ নামে চিহ্নিত করেছে।

আগুন আশপাশের ঝোপঝাড় ও গাছপালায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাইওয়ে ১৬ এবং ওকডেল র্যা়ঞ্চ লেন এলাকায়। এতে অন্তত ৭৮ একর বনভূমি পুড়ে গেছে। বিস্ফোরণের পর শেরিফ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলের চারপাশে প্রায় এক মাইলজুড়ে এলাকা খালি করে ফেলা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়লো কাউন্টির এসপার্টো এলাকার আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : আলজাজিরার ভিডিও থেকে নেওয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews