দৈনিক চার বার তারও বেশি কাপ কফি পান করলে নারীর জরায়ুর ভেতরের ত্বকের ক্যান্সারের ঝুঁকি ২৫ শতাংশ কমিয়ে দেয় বলে সর্বশেষ গবেষণায় প্রমাণ মিলেছে। নারীরা এ ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির পুষ্টি বিভখাগের গবেষকরা এই তথ্য দিয়েছেন। তারা প্রমাণ পেয়েছেন, যে সব নারী দৈনিক চার বার তারও বেশি কাপ কফি পান করেন, তাদের মাঝে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

গবেষণাটির নেতৃত্ব দেন হার্ভার্ডের স্কুল অব পাবলিক হেলথের গবেষণারত শিক্ষার্থী ইউঝিন জি। তিনি বলেন “কফি পান করলে নারীর দেহে এস্ট্রোজেন ও ইনসুলিনের নিঃসরণ কমে যায়। এই কারণে তাদের মাঝে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিও কমে।

আরও পড়ুন: কোমল পানীয় অ্যাজমার ঝুঁকি বাড়ায়

গবেষকরা ১৯৮০ সাল থেকে ২০০৬ সাল পর‌্যন্ত ৩৪ থেকে ৫৯ বছর বয়সী ৬৭ হাজার ৪৭০ জন রোগীর কেস স্টাডি বিশ্লেষণ করে ক্যান্সারের ঝুঁকির বিষয়টি নিশ্চিত হন।

আডি/ ২৪ অক্টোবর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews