বগুড়া: জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আট জনে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ও রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন জেলার সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি খাতুন (৫৫) এবং আদমদীঘি উপজেলার শালগ্রামের আইনুল হকের ছেলে আকরামুল হক (৬৮)।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) জেলায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৫ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৫ জন চিকিৎসাধীন।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আকরামুল গত ২১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। তার দু’দিনের মাথায় ২৩ সেপ্টেম্বর ভর্তি হন মিনি খাতুন। পরে রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আকরামুল হক এবং সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মিনি খাতুনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসআইএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews