নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই বাজেট গরিবের জন্য নয়, ভালো মানুষের জন্য নয় এবং দেশের জন্যও ভালো নয়। সুতরাং, এই বাজেট মেনে নেওয়ার কোনও প্রশ্নই আসে না। আমি যদি বলি প্রত্যাখ্যান করলাম, তাতে বাজেটের কী আসবে-যাবে। তারা এটা করবেই।'

রবিবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ঐক্য আয়োজিত বাজেট বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মান্না বলেন, ‘মূলত গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে বড় লোকদের দেবে, দুর্বৃত্তদের প্রশ্রয় দেবে। এই দুর্বৃত্তদের আরও বেশি করে সুযোগ সুবিধা দেবে— কালো টাকা জায়েজ করার মধ্য দিয়ে। জনকল্যাণমূলক কোনও কিছু এটার (বাজেট) মধ্যে নেই। এই বাজেট যারা ভালো করে দেখতে পারবেন, তারা দেখবেন— আমাদের অর্থনীতির মধ্যে যে ফাটল সে ফাটলটি আরও বড় হবে।’

কালো টাকা সাদা করা নিয়ে তিনি বলেন, ‘হোয়াইট মানির জন্য যদি ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়, আর অন্যায্য কালো টাকার জন্য যদি ১০ শতাংশ ট্যাক্স দিতে হয়, তাহলে তারা অপেক্ষা করবে এজন্য যে, হয়তো আগামী বছর ১০ শতাংশের পরিমাণ আরও কমবে।’

মান্না বলেন, ‘এখন বাংলাদেশের সরকারপন্থী বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, তারা পর্যন্ত বলছে— জিডিপির সিক্স পারসেন্ট করা উচিত শিক্ষা খাতে। কিন্তু সেটা হচ্ছে না। এক কথায় আমরা বলতে পারি, ট্যাক্স সেশন এর মধ্য দিয়ে ধনীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। ভ্যাটের ঋণ বাড়িয়ে শেষ পর্যন্ত মধ্যবিত্ত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হবে এবং বড় লোকদের কাছে দেওয়া হবে। এই উন্নয়ন কোনও উন্নয়ন নয়।’

সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া পাঠ করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জাহিদ। এছাড়া, উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews