শ্রীলঙ্কা সিরিজ মোটেও ভালো যায়নি এনামুল হক বিজয়ের। ব্যর্থতার বৃত্তে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে তার। বলার মতো যদিও কিছুই করতে পারেননি, তবুও বেশ মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকছে তার।

বড় আশা দেখিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল এনামুল হক বিজয়ের। ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়ে টেস্ট জার্সি তুলেছিলেন গায়ে। তবে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি বিজয়।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের ইনিংসটা যদিও ছাড়া সুযোগ পাওয়া ৩ টেস্টে তেমন কিছুই করতে পারেননি বিজয়। বিশেষ করে শ্রীলঙ্কা সিরিজে যেন ছিলেন ছায়া হয়ে। দুই টেস্টে সুযোগ পেয়েও ব্যর্থ তিনি।

দুই টেস্টে ০, ৪, ০ ও ১৯ এই পারফরম্যান্সই বলে দেয়, জাতীয় টেস্ট দলে বিজয়ের জায়গা এখন কতটা অনির্ভরযোগ্য। চার ইনিংসে তার রান ৫.৭৫ গড়ে ২৩!

এমন পারফরম্যান্সের পর অনেকের ধারণা হয়তো বিজয় তার জীবনের শেষ টেস্ট ম্যাচটাও খেলে ফেলেছেন।

মাঠে ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে বেশ লাভবান হয়েছেন বিজয়। বেশ মোটা অঙ্কের টাকা ঢুকছে তার পকেটে। শ্রীলঙ্কা সিরিজে প্রতি ১ রানের জন্য ৭০ হাজার টাকা পাচ্ছেন এনামুল হক বিজয়।

মূলত বাংলাদেশর ক্রিকেটাররা প্রতি এক ম্যাচ টেস্ট খেলার জন্য ম্যাচ ফি হিসেবে পেয়ে থাকেন ৮ লাখ টাকা করে। সিরিজে বিজয় যেহেতু দুইটি টেস্ট ম্যাচই খেলেছেন, তাই তিনি পাবেন ১৬ লাখ টাকা।

আর সিরিজে বিজয়ের মোট রান ছিল ২৩। যা প্রাপ্য ম্যাচ ফির সাথে ভাগ করলে প্রতি রানের জন্য বিজয় পাচ্ছেন ৬৯ হাজার ৫৯৫ টাকা করে! এছাড়া অন্য সুযোগ-সুবিধা তো আছেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews