নতুন রাজনৈতিক দল এনসিপির প্রত্যক্ষ সদস্য না হলেও এটা ওপেন সিক্রেট যে সে রকম দুজন এখনো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আছেন। তাঁরা সরকারকে প্রভাবিত করছেন—এ রকম কিছু বিতর্কিত কর্মকাণ্ড বা সরকারের ঘাড়ে চাপিয়ে তাঁরা নিজেরা হয়তো একটা সুবিধা নিতে চান। সেটা তাঁরা জানেন, কী সেই সুবিধা। তাই আমরা উপদেষ্টা পরিষদের যাঁদের কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করেছে বা নিরাপত্তা নষ্ট করছে, সেটা আমরা বর্ণনা করেছি। তাঁদের অপসারণ করাটা সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে উচিত।
এখন এনসিপি আরও কয়েকজনের (উপদেষ্টা) পদত্যাগ কেন চায়, কীভাবে চায়, সেটা তাদের বক্তব্যে তারা বলবে। আমরা এই সরকারের কোনো অংশ নই। এখন কেউ কিছু দাবি করল, তার পরিপ্রেক্ষিতে সে দাবির ন্যায্যতা-অন্যায্যতা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তাদের দাবির ন্যায্যতা তাদেরই প্রমাণ করতে হবে।
এনসিপি রাজনৈতিক দল হিসেবে এখনো নিবন্ধিত নয়। নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিদ্যমান আইনে সার্চ কমিটি গঠন করে। সেই সার্চ কমিটিতে সবাইকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।