ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো‘বিগ বস ১৯–এ আবারও সঞ্চালকের আসনে ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার তিনি পুরো সিজনজুড়ে থাকছেন না। নতুন মৌসুমে মাত্র ১৫ সপ্তাহ সঞ্চালনার দায়িত্ব পালন করবেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবার প্রতি পর্বের জন্য সালমান খান আগের মতোই ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তবে পূর্ণ সিজনের পরিবর্তে কম সময় থাকায় তার মোট পারিশ্রমিকও কমে দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপি (আগে যা ছিল প্রায় ২৫০ কোটি)।

সিজন শুরুর সাড়ে তিন মাস পর সালমান সঞ্চালনার দায়িত্ব তুলে দেবেন নতুন অতিথি উপস্থাপকদের হাতে। ধারণা করা হচ্ছে, আগের মতো এবারও ফারাহ খান ও করণ জোহরকে দেখা যেতে পারে এই দায়িত্বে।

প্রায় দুই দশক ধরে ‘বিগ বস’ ভারতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় টিভি শোগুলোর একটি। এবারও থাকছে নতুন চমক ও উত্তেজনা। এবারের মৌসুমের থিম হতে যাচ্ছে রাজনীতিনির্ভর, যা দর্শকদের ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

২২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘বিগ বস ১৯’-এর শুটিং। ইতোমধ্যে অনলাইনে প্রকাশিত হয়েছে শোয়ের প্রথম প্রমো। শোটি প্রথম সম্প্রচারিত হবে জি হটস্টার-এ, পরে কালারস টিভিতে প্রচার হবে কিছুটা দেরিতে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews