চালকবিহীন ট্যাক্সিসেবা চালু হচ্ছে দুবাইয়ে। এ জন্য মার্সিডিস বেঞ্জের বেশ কিছু গাড়িতে বসানো হয়েছে ক্যামেরা, সেন্সর ও লাইডার সিস্টেম প্রযুক্তি। গন্তব্য বলে দিলেই সর্বোচ্চ চারজন যাত্রী নিয়ে শহরের নির্দিষ্ট গন্তব্যে ২০ কিলোমিটার গতিতে ছুটে চলবে। তবে নিরাপত্তার স্বার্থে যাত্রীরা চাইলে গাড়ির সামনের আসনে চালক হিসেবে একজনকে বসাতেও পারবে। কোনো দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকলে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে সে। দুবাইয়ে চলা জাইটেক্স ট্রেড শোতে চালকবিহীন গাড়িটি প্রদর্শন করেছে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। সব কিছু ঠিক থাকলে তিন মাস পরই শহরের রাস্তায় দেখা মিলবে গাড়িগুলোর।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ম্যাশেবল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews