স্বরাষ্ট্র উপদেষ্টার কোলে তুহিনের শিশু ফাহিম, দ্রুত বিচারের আশ্বাস







প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫ ৩:৫৮ : অপরাহ্ণ

মোহাম্মদ আখতার হোসেন,বিশেষ প্রতিনিধি

গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার বিকেল ২টায় স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় নিহত তুহিনের পরিবার সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তুহিনের শিশু ছেলে ফাহিমকে কোলে তুলে নেন ও স্নেহভরে আদর করেন। এ আবেগঘন দৃশ্য উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক মোহাম্মদ আলী আবির।

সাক্ষাতে তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা হত্যার নেপথ্যের হোতাদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি দুই সন্তানের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপর নেওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তা জানান, পরিবারের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে—যার মধ্যে রয়েছে হত্যার দ্রুত বিচার, নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেফতার, ক্ষতিপূরণ, নিরাপত্তা ব্যবস্থা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তুহিনের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন,তুহিন ছিলেন সাহসী সাংবাদিক, তার হত্যার বিচার হবেই। শুধু খুনিদের নয়, হত্যার পেছনে যাদের হাত রয়েছে তারাও আইনের মুখোমুখি হবে। দুই শিশুর ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র পাশে থাকবে।

তিনি আরও জানান, মাত্র ১৫ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।এ মামলাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ও দ্রুত বিচারের মাধ্যমে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সোমবার (২৫ আগস্ট) এ ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews