চট্টগ্রাম: মীরসরাইয়ে দ্রুতগতির একটি কয়লাবোঝাই ট্রাক উল্টে মোটরসাইকেলের ওপর পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মোটরসাইকেল আরোহী মো. আক্তার হোসেন মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রোড ডিভাইডারে ধাক্কা দেয়।









কুমিরা হাইওয়ে থানার এএসআই শামসুল হক বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক, মোটরসাইকেল ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এসি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews