দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদ। বিয়ের পরই আলোচনায় আসেন এ দম্পতি। বিয়ের পর থেকেই মাঝে মধ্যে দেশের বাইরে ঘুরতে যান তাহসান ও রোজা। তাদের হানিমুন পিরিয়ড যেন শেষেই হয় না। 

বিনোদন জগতের এ অন্যতম গ্ল্যামার গার্ল এবার আলোচনায় এলেন এক স্টাইলিশ লুকে ধরা দিয়ে। আলোচিত এ সুন্দরী পেশায় একজন মেকআপ আর্টিস্ট। সে কারণে সামাজিক মাধ্যম ঘিরেই রয়েছে তার কর্মব্যস্ততা। এর বাইরে নিজের ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করে নেন এ রূপটান শিল্পী। 

এবার তার নানান স্টাইলিশ মুহূর্ত ও ভ্রমণের স্মৃতি ভক্ত-অনুরাগীদের ছড়িয়ে দিলেন রোজা। আজ রোববার (১০ আগস্ট) ফেসবুকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সেই ছবি ভক্ত-অনুরাগীদের মন কেড়েছে। রোজা আহমেদের সেই ছবি দেখে ‘বার্বি ডল’ তকমাও উপাধি দিলেন ভক্তরা। 

আরও পড়ুন

আরও পড়ুন

কানাডায় চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘আলী’

কানাডায় চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘আলী’

এ তারকা দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে। ভ্রমণে গিয়ে বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে ধরা দেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। তবে এবার রোজার পোস্ট করা ছবিতে শুধু তাকেই দেখা গেল। এ ছবির মাঝ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

রোজাকে ন্যাচারাল লুকে দেখা গেলেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের। হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এ রূপটানশিল্পী। সঙ্গে দিয়েছেন পোজ। কোনো এক সাগরপাড়ে নিজেকে সময় দিচ্ছেন এ গ্ল্যামার গার্ল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।

ছবির মন্তব্যের ঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা বয়ে গেছে। গোলাপি গাউনে থাকা রোজাকে ‘বার্বি ডল’-এর সঙ্গেও তুলনা করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন— যেন সাক্ষাৎ 'বার্বি ডল’। আরেক নেটিজেন লিখেছেন—একদম সিন্ড্রেলার মতো লাগছে। এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তাহসানকেও খুঁজেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews