আজ শনিবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৭৪ হাজার ৯৮৯ টাকা। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে প্রতি ভরি ২২ ক্যারেটে ৭৩৫ টাকা, ২১ ক্যারেটে ৭০০ টাকা, ১৮ ক্যারেটে ৫৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৫০০ টাকা বেড়েছে।

গত ২১ এপ্রিল দেশে সোনার মূল্য বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews