ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের মাটিতে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেবে।

ইরানের সরকারি গণমাধ্যম ইরনা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে। 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বর্তমানে পাকিস্তানে সফর করছেন। তিন দিনের সফরে গতকাল সোমবার পাকিস্তানে গেছেন তিনি। সফরের প্রথম দিনে  ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 

সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ইরানের মাটিতে হামলার সম্ভাব্য রেজাল্ট হবে-  ‘‘ইহুদিবাদী রাষ্ট্রের কিছুই অবশিষ্ট থাকবে না।’’

১ এপ্রিল সিরিয়ায় ইরান কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ১৪ এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশ ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী। এর কয়েক দিন বাদেই শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

 ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews