(১২ ঘন্টা আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ৬:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন
এনআরসি নিয়ে ফের উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির সভা থেকে নাম না করেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বললেন, আপনি নিজে আগে জন্মসনদ দেখান।’
ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তারই অংশ হিসেবে বুধবার ঝাড়গ্রামে মিছিল করেন মমতা। এরপর পাঁচমাথার মোড়ে সভা করেন তিনি। সেখান থেকেই বাঙালি হেনস্তা থেকে এনআরসি, একাধিক ইস্যুকে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি। তার সাফ কথা, পুরনো নথির দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘এসআইআরের নেপথ্যে এনআরসি। ভয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাড়তে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গেছে। এনআরসি হচ্ছে না, হবেও না।’ এরপরই অমিত শাহের জন্মসনদের প্রসঙ্গ শোনা যায় তার মুখে। বলেন, ‘অমিত শাহ জন্মসনদ দেখান।’ আসাম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। প্রশ্ন তোলেন, ‘আসাম সরকার কোন আইনে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নোটিস পাঠাচ্ছে? এসব বরদাস্ত করা হবে না।’
একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিজেপির ‘ক্রীতদাস’ হয়ে কাজ করার অভিযোগে সরাসরি আক্রমণ করেন কমিশনকে। তার স্পষ্ট হুঁশিয়ারি, আসল ভোটারের নাম বাদ দিলে, আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।
রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেন, ‘আমি আছি আপনাদের সঙ্গে। কোনও অন্যায় সহ্য করব না। কারও নাগরিকত্ব ছিনিয়ে নিতে দেব না।’