আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সংসার করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার মতোই আর্জেন্টাইন প্রেয়সী খুঁজে নিয়েছেন স্পেনের উঠতি তারকা লাইমে ইয়ামাল। লিওনেল মেসির দেশের সংগীতশিল্পী ও র‍্যাপার নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োস সামনে এনেছেন এই খবর।

ইয়ামালের আলোচিত ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন আর্জেন্টিনার সংগীতশিল্পী নিকোল। সম্প্রতি একটি নাইট ক্লাবে দুজনকে সময় কাটাতে দেখা গেছে এবং তারা একে অপরকে চুমুও খেয়েছেন। আর সেই চুমু থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জন ছড়িয়েছে।

হোয়োস জানান, ‘শুধু যে তারা চুমু খেয়েছে তা–ই নয়, সেদিন থেকেই তারা একধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি কেন বলছি একধরনের সম্পর্ক? কারণ, এখনো তারা ঠিক প্রেমিক-প্রেমিকা নন। বিষয়টা এখনো অনেকটা প্রাথমিক পর্যায়ে আছে।’

আরও পড়ুন

আরও পড়ুন

অদ্ভুত কারণে মেসির নাম মুখে নিতেন না অস্ট্রেলিয়ার কোচ

অদ্ভুত কারণে মেসির নাম মুখে নিতেন না অস্ট্রেলিয়ার কোচ

হোয়োস আরও যোগ করে বলেন, ‘তাদের কাছের মানুষেরা আমাকে জানিয়েছে যে তারা একে অপরকে বোঝার চেষ্টা করছে। তাদের মধ্যে এই মুহূর্তে একটি গল্পের সূচনা হয়েছে। এই সম্পর্ক হয়তো শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সম্পর্কেও রূপ নিতে পারে। তবে বর্তমানে তারা শুধু একে অপরকে জানার পর্যায়েই আছে। দুজনেই খুব রোমাঞ্চিত।’

এর আগে ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেস এবং প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গেও নাম জড়ায় ইয়ামালের। যদিও দু’বারই ঘনিষ্ঠ সূত্র প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২৪ বছর বয়সী র‌্যাপার নিকি নিকোলের জন্ম মেসির জন্মশহর রোজারিওতে। দু’বার লাতিন গ্র্যামিতে মনোনয়ন পাওয়া এই সংগীতশিল্পী আর্জেন্টিনায় ব্যাপক জনপ্রিয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews