ঘরের কোণে থাকা টেবিলের উপর কাচের জার ভর্তি পানিতে একটি মানিপ্ল্যান্ট রেখে দিলে যেন বদলে যায় ঘরের চেহারাই। তবে অনেকেই অভিযোগ করেন যে পানিতে থাকা গাছ সহজে বাড়তে চায় না। আবার নিয়মিত পানি পরিবর্তন না করলে কিন্তু ডেঙ্গুর ঝুঁকি থেকে যায়। জলজ গাছ বাড়িতে থাকলে কিছু টিপস জেনে রাখুন।
- ঘরে থাকা মানেই যে একেবারে অন্ধকার কোণে গাছ ফেলে রাখবেন সেটা না। জলজ উদ্ভিদের সাধারণত উজ্জ্বল ও পরোক্ষ আলোর প্রয়োজন হয়। এমন কোথাও গাছ রাখুন যেখানে আলো আসে।
- নিয়মিতভাবে মৃত বা পচে যাওয়া পাতা বা কাণ্ড সরিয়ে ফেলুন। নাহলে ক্ষতিগ্রস্ত হবে পানি ও গাছ দুই-ই।
- ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। এসব উপাদান গাছের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে। ৫/৬টি ডিমের খোসা চূর্ণ করে আধা লিটার পানিতে ডুবিয়ে রাখুন। ৪ থেকে ৫ দিন এভাবে রেখে দিন। এরপর ৫০ শতাংশ সাধারণ পানি ও ৫০ শতাংশ ডিমের খোসা ভেজানো পানি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন গাছ রাখার পাত্রে। গাছ দ্রুত বাড়বে।
- পানি বদলে ফেলতে হবে নিয়মিত। ৪ থেকে ৫ দিন পর পানি বদলে দিন গাছের।
- ব্যবহৃত চা পাতা পানিতে ভিজিয়ে রাখুন ২৪ ঘণ্টার জন্য। পানির রঙ বদলে গেলে খানিকটা পানি মিশিয়ে দিন জলজ গাছের পানিতে।
- কয়েকটি কলার খোসা কুচি করে আধা লিটার পানিতে ভিজিয়ে রাখুন এক সপ্তাহের জন্য। এরপর গাছ রাখার পাত্র থেকে অর্ধেক পানি ফেলে এই পানি মিশিয়ে দিন। পটাসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাস মিলবে এই সার থেকে।