ইতিহাসের এই দিনে স্মরণীয় যা

আজকের (৮ আগস্ট) এই দিনে বিশ্ব ইতিহাসে যেমন ঘটেছে যুগান্তকারী ঘটনা, তেমনি রয়েছে কিছু স্মরণীয় অধ্যায়। চলুন ফিরে দেখি আজকের এই দিনে সেইসব ঘটনাবহুল স্মৃতিগুলো।



ইতিহাসের এই দিনে স্মরণীয় যা

| নয়া দিগন্ত

বিশ্বের নানান প্রান্তে বিচিত্র ঘটনায় বদলে যায় ইতিহাসের পাতা। প্রতিটি দিনই ইতিহাসের পাতায় যোগ হয় নানান ঘটনা, সাফল্য, সংগ্রাম ও স্মৃতির মেঘমালা। আজকের দিনটিও নানান প্রেক্ষাপটে ইতিহাসে অনন্য হয়ে আছে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া অনেক ঘটনার পেছনে লুকিয়ে আছে আমাদের অতীত, সংস্কৃতি, অর্জন আর আত্মত্যাগের কাহিনি।

আজকের (৮ আগস্ট) এই দিনে বিশ্ব ইতিহাসে যেমন ঘটেছে যুগান্তকারী ঘটনা, তেমনি রয়েছে কিছু স্মরণীয় অধ্যায়। চলুন ফিরে দেখি আজকের এই দিনে সেইসব ঘটনাবহুল স্মৃতিগুলো। যা আমাদের আগামীর পথ চলাতে প্রেরণা ও সাহস যোগাবে। একনজরে দেখা যাক ইতিহাসের পাতায় আজকের দিন।



ঘটনাবহুল ৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে-

১২২০

সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।

১৫৪৯

ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৯৬

৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।

১৮১০

উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।

১৮১৫

নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

১৮৬৪

জেনেভায় রেডক্রস গঠিত হয়।

১৮৬৪

আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।

১৯০৬

বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৯

ইকুয়েডরে প্রবল ভূকম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৯৫৫

জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

১৯৬৭

দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।

১৯৮৮

দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

২০২৪

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যার প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস।



ইতিহাসের পাতায় খ্যাতিমানদের জন্মদিন-

১৭৩২

ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৮৯

জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেট।

১৮৯৬

স্বামী শিবানন্দ (যোগী), ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু।

১৯০১

সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯১০

সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।

১৯২৮

বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।

১৯৩১

রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।

১৯৩৭

ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৪১

লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৫১

মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের পঞ্চম রাষ্ট্রপতি।

১৯৬২

দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক।

১৯৮১

রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়।

১৯৯০

কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক।

এই দিনে মরেও স্মরণীয় যারা-

১৮২৪

ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৯৭৫

প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় (গীতিকার)।

১৯৭৭

আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।

২০০৯

শিবদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি গীতিকার।

২০২১

বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

২০২৪

বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews