নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। আজ রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে সাবিনা-সানজিদারা। এমন জয়ের পর চারদিক থেকে অভিনন্দন পাচ্ছেন সবাই।
দশরথ স্টেডিয়ামে এমন সাফল্যের পর বিজয়ী নারী ফুটবল দলকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। এমন তথ্য নিশ্চিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার দুপুরে ট্রফি নিয়ে দেশে ফিরছেন পিটার বাটলারের দল।