বিনোদন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে সকাল ৮.৪৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ চলচ্চিত্র ‘জীবনঢুলি’। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রামেন্দু মজুমদার, প্রাণ রায়, ওয়াহিদা মল্লিক জলি, রাফিকা ইভা, পাভেল ইসলাম, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, পরেশ আচার্য্য, তবিবুল ইসলাম বাবু প্রমুখ। ‘জীবনকৃষ্ণ দাস গ্রামের বিভিন্ন মেলা, যাত্রাপালায় ঢোল বাজায়। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় যাত্রাপালার নায়িকা রিমুর। ১৯৭১ সালের প্রেক্ষাপট এবং সে সময়কে ঘিরে একজন নিম্নবর্ণের ঢাক বাদকের জীবন ও সংগ্রামের কাহিনীকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে।