দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের সমাহার নিয়ে নতুন রেস্তোরাঁ চেইন ‘ডেইলি দাওয়াত’ যাত্রা শুরু করেছে।
‘খাবারে উৎসবের স্বাদ’ এই স্লোগান নিয়ে নতুন এই রেস্তোরাঁ চেইন এনেছে প্রাণ গ্রুপের সহযোগী কোম্পানি বঙ্গ বেকারস লিমিটেড-বিবিএল।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ডেইলি দাওয়াতের প্রথম শাখা উদ্বোধন করা হয় বলে রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শাখাটি উদ্বোধন করেন বিবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা। ডেইলি দাওয়াতের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার মোহাইমিনুল ইসলাম তমাল এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেইলি দাওয়াতের প্রধান আকর্ষণ হাঁসের মাংস, কালা ভুনা ও চুই ঝালের মাংস। সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের জন্য এ রেস্তোরাঁয় য় শতাধিক দেশীয় বাংলা খাবারের মেন্যু রয়েছে।
এছাড়া, বিকাল ও সন্ধ্যায় কাবাবপ্রেমীদের জন্য রয়েছে নানা ধরনের মুখরোচক কাবাব আইটেম।
অনিমেষ সাহা বলেন, “জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের বাংলা খাবার মনোরোম পরিবেশে উপভাগ করতে পারা যায়–দেশে এমন রেস্তোরাঁর সংখ্যা অত্যন্ত সীমিত। আমরা সেই জায়গায় ভোক্তার অভাব পূরণ প্রতিশ্রুতিবদ্ধ।
“প্রাথমিকভাবে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আউটলেট চালু করব। পরে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে।”