প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। পাশাপাশি নারী বিশ্বকাপে খেলারও সম্ভাবনা তৈরি হয়েছে। এশিয়ান কাপ বাছাইপর্বে আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। এই ম্যাচের আগে দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। অধিনায়ক আফিদা খন্দকার তো স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার।বাফুফের পাঠানো ভিডিওবার্তায় আফিদা বলেছেন, ‘আনন্দতো বলে বোঝানোর মতো না, এতোটা আনন্দ। বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। এটা খুবই আনন্দের। আমরা গর্ব করছি যে দেশের মানুষ আমাদের এতো সমর্থন করেছে এটার জন্য। এজন্য খুবই ভালো লাগছে। দলের পরিস্থিতি খুব ভালো। সবাই ফুরফুরে মেজাজে আমরা আজ ট্রেনিং করেছি।’ভারত সিরিজের প্রস্তুতি স্থগিত করল বাংলাদেশভারত সিরিজের প্রস্তুতি স্থগিত করল বাংলাদেশতুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার।
আফিদার স্বপ্ন আরও বড় কিছুর, ‘আগামীকাল আমাদের শেষ ম্যাচ। এই ম্যাচে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই সমর্থন জারি রাখবেন। যেন আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি। দলকে আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। সামনে যেহেতু এই সুযোগটা আসছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’