এক-দুই বছরের জন্য নয়, লম্বা সময়ের জন্য জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান উইর্টজের সঙ্গে সম্পর্ক গড়লো লিভারপুল। এজন্য দলবদলে ইতিহাস গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ক্লাব রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে বেয়ার লেভারকুসেন থেকে তাকে দলে টানলো অলরেডরা।

শুক্রবার ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর উইর্টজের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারে লিভারপুল। পাঁচ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে আর্নে স্লটের দল। মার্সিসাইড ক্লাবে ২০৩০ সাল পর্যন্ত থাকবেন ২২ বছর বয়সী এই তরুণ তারকা।

২০১৮ সালে লিভারপুলে সাড়ে ৭ কোটি পাউন্ডে ভার্জিল ফন ডাইকের চুক্তির রেকর্ড ভেঙে দিয়েছেন উইর্টজ। ১০ কোটি পাউন্ড তার নিশ্চিত, সঙ্গে ১ কোটি ৬০ লাখ পাউন্ড অ্যাড-অনস। সেটা অর্জন করতে পারলে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে দেবেন তিনি। ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ড দিয়ে বেনফিকা থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজকে এনেছিল চেলসি। সেটি পেছনে পড়ে যেতে পারে উইর্টজের অ্যাড অনস সক্রিয় হলে।

লেভারকুসেনে ১৯৭ ম্যাচে ৫৭ গোল করা উইর্টজ চলতি মৌসুমে লিভারপুলের দ্বিতীয় বড় চুক্তি। এনিয়ে বুন্দেসলিগা রানার্সআপদের কাছ থেকে ডাচ রাইট ব্যাক জেরেমি ফ্রিমপংয়ের পর আরেক খেলোয়াড়কে আনলো অলরেডরা।

২০২০ সালের মে মাসে ১৭ বছর বয়সে লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। ১৯ দিন পর বুন্দেসলিগা ইতিহাসে বায়ার্ন মিউনিখের বিপিক্ষে তৎকালীন সর্বকনিষ্ঠ গোলদাতা হন।

শুধু গোলই করেননি, অভিষেকের পর তার অ্যাসিস্ট ৪৪টি। গত মৌসুমে জার্মান শীর্ষ ফুটবলে সব খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী ড্রিবলার ছিলেন তিনি। 

বড় কিছুর স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে পা রেখেছেন উইর্টজ, ‘গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছিল। তাই আমার লক্ষ্য থাকবে আবারও এটা জেতার। চ্যাম্পিয়ন্স লিগেও। আমি উচ্চাকাঙ্ক্ষী। আমার সম্মুখে থাকা অ্যাডভেঞ্চারের জন্য আমি রোমাঞ্চিত।’ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews