আগেই ঘোষণা এসেছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পরবর্তী আসর। এবার জানা গেল আসরের প্লেয়ার্স ড্রাফটের সময়। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া।

বিপিএলের ১২তম আসর ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি পরিচালনা পর্ষদের এক সভা শেষে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বুধবার বলেন, ‘প্রথমত, আমরা বিপিএলের পরবর্তী আসরের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছি। আমার মনে হয়, অক্টোবরের আগে প্লেয়ার্স ড্রাফট হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রক্রিয়ায় যাব এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে সম্পৃক্ত করব। এটি শেষ হতে কয়েক মাস সময় লাগবে।’

ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাঁচ বছরের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত পূরণ করলে বিদেশি কোম্পানিও আবেদন করতে পারবে।

বিসিবি পরিচালক ইফতেখার মিঠু আগেই বলেছিলেন, ‘এটি সবার জন্য উন্মুক্ত। আমরা আমাদের অভিজ্ঞতা এবং যারা (এজেন্সিগুলো) আগে সফলভাবে এটি করেছে তাদের পরামর্শের ভিত্তিতে একটি মানদণ্ড নির্ধারণ করব।’

তিনি আরও বলেন, ‘তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। যদি সেই মানদণ্ড পূরণ করা হয় এবং সবকিছু আমাদের সরকারের নীতিমালার সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে তারা (বিদেশি কোম্পানি) দলের মালিকানা নিতে পারবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews