নয়া দিগন্ত ডেস্ক
মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে মোট ৭১ জনকে অবৈধভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ জনকে, শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজন ও কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করা হয়েছে।
বড়লেখা সংবাদদাতা জানান, উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী. পুরুষ ও শিশুসহ মোট ৪৮ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশ পুশইন করে বিএসএফ। পরে বিজিবি তাদের পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে আটক করে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল হক চৌধুরী নয়া দিগন্তকে জানান, বৃহস্পতিবার ভোরে বিএসএফ নারী ও শিশুসহ ৪৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পাল্লাথল পুঞ্জি এলাকায় তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিজিবির পাল্লাথল বিওপির সদস্যরা তাদের দেখে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই বাংলাদেশী বলে নিশ্চিত হয়। পরে যাচাই-বাছাই শেষে দুপুরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বাসিন্দা।
আটকরা জানায়, তারা কেউ চিকিৎসার জন্য, কেউ কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সে দেশের পুলিশ তাদের আটক করে বিএসএফে হস্তান্তর করে। বিএসএফ বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশের বড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল হক চৌধুরী নয়া দিগন্তকে জানান, সকালে পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনরা এলে বিধি অনুযায়ী তাদের হস্তান্তর করা হবে।
শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন
শ্রীমঙ্গল সংবাদদাতা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারাছড়া সীমান্ত দিয়ে আবারো ২৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও পাঁচজন পুরুষ।
জানা গেছে, গতকাল ভোরে কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করে বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের বিজিবি আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গলস্থ ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান শ্রীমঙ্গল সীমান্তে পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই দিন জেলার কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজন ও কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আরো সাতজনকে বিএসএফ পুশইন করেছে। পরে বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়।