মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করায় টানা পাঁচ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকেরা। গত রাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আজ রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে মংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে। এর ফলে স্বাভাবিক হতে শুরু করেছে মংলা বন্দরের সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ ব্যবস্থা।
নৌযান শ্রমিকদের ৪ দফার দাবির মধ্যে প্রধান দাবি বেতন-ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত হওয়ায় নৌযান শ্রমিকেরা গতকাল শনিবার রাতেই তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। বৈঠকে নৌযান শ্রমিকরা তাদের বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা দাবি করলে মালিকপক্ষ ৯ হাজার ৭৫০ টাকা দিতে সম্মতি জানায়। বাকি ৩ দফা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
/এআর/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews