আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌশুলির দপ্তর (প্রসিকিউটর অফিস) কর্মকর্তাদের ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই।

সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি এই বিবৃতি জারি করল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অফিস (আইসিসি) গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্যাসের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। উল্লেখ্য, রোম স্ট্যাটাসের অধীন সংস্থা (আইসিসি) স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews