দেশের শিল্পখাতে গ্যাস সংকটের পেছনে ‘বৈশ্বিক সংকট’কে দায়ী করে আগামী জানুয়ারি মাসের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে দেশেও কয়েক মাস ধরে গ্যাস সংকট চলছে।

“চলমান এই গ্যাস সংকট কীভাবে কাটানো যায়, তা নিয়ে আমরা পর্যবেক্ষণ শুরু করেছি। এই পর্য়বেক্ষণে আমরা সার্বিক পরিস্থিতির খসড়া তৈরি করব। এরপর আমরা শিল্প মালিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করব। ওই বৈঠকে আমরা তাদের কাছ থেকে সকল ধরনের সমস্যা শুনব।”

“সমস্যা আসতেই পারে, তবে খুব শিগগিরই এই সমস্যা কেটে যাবে। আমরা আশা করছি, আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্যাস সংকটের সমাধান হবে,” বলেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews