দিনাজপুর: দিনাজপুরের কালিতলা এলাকায় আগুন লেগে আটজন দগ্ধ হয়েছে। বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



শনিবার (৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।







 

আহতরা হলেন, কালিতলা এলাকার মনসুর আলী ছেলে মাহবুব রহমান (৫৫), তার স্ত্রী রুবিনা বেগম (৪৮), ছেলে রাইয়ান রহমান (১৫), ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন (৫৫), মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন (৫০), মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ (১৪), মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান (৬০), মুক্তি এবং মিস্ত্রি রিয়াদ (৪০)।  

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার পরিবর্তনের সময় সমস্যা দেখা দেয়। এ সময় ওই সিলিন্ডারটি নিজেরাই মেরামতের চেষ্টা করলে এক সময় সেটি বিস্ফোরিত হয়। এতে আগুন লেগে তিনজন দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে দরজা খুলে প্রবেশ করার সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আরো পাঁচজন দগ্ধ হয়।  

আগুনে ৮ জন দগ্ধ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রুমালী জানান, যারা দগ্ধ হয়েছে তাদের দগ্ধের হার ১০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে একজনের দগ্ধের হার বেশি হওয়ায় তাকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।  

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর দগ্ধ হয়েছে। পাশাপাশি সামান্যভাবে দগ্ধ হয়েছেন আরো পাঁচজন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews