দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১,৭১,৬০১ টাকা

২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা

১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,১৬,১২৭ টাকা

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি বাবদ ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

এর আগে সর্বশেষ ৭ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের ভরিতে দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ৫৭৫ টাকা।

স্বর্ণের বাজারে ধারাবাহিক এই মূল্যবৃদ্ধি ক্রেতা ও ব্যবসায়ীদের নতুন করে ভাবনার মুখে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews