চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা একে অপরের বন্ধু ছিলেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন, মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মো. আরাফাত (১৮), জামাল উদ্দিন (১৭), মো. আনিস (১৮)। 

নিহতের স্বজনরা জানান, বিএসআরএম কারখানার গাড়ি চালক ৪ বন্ধু ট্রেনের লাইনে হেঁটে কর্মস্থলে যাওয়ার সময় উল্ট পথে ট্রেন আসলে ৩ জন ঘটনাস্থলে নিহত হয়। তাদের মধ্যে ফয়সাল নামের একজন পানিতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। 

এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি এস এম শহীদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। দুর্ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews