জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে খাবার ফুরিয়ে গেছে। ৪ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে। দুই সপ্তাহ ধরে ওই অঞ্চলে খাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ ওই অঞ্চলের মানুষের খাবার চাহিদা পূরণ করতে দৈনিক ১০০টি ট্রাক যাওয়া উচিত। টিগ্রে অঞ্চলে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সেখানে এখন ৫০ লাখ মানুষের হরুরি খাদ্য সহায়তা দরকার। 

আগামী এক বছরের মধ্যে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের এক লাখের বেশি শিশু ক্ষুধার কারণে মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। খাদ্যাভাব আর পুষ্টিহীনতায় যুদ্ধবিধ্বস্ত ইথিওপিয়ায় এই আশঙ্কা করা হচ্ছে। 

ইথিওপিয়ায় চলমান সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক সঙ্কট নিরসনে জরুরি সাহায্য তহবিল গঠনের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা। বর্তমানে দেশটির ৯০ ভাগ অর্থাৎ প্রায় ৫২ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।



বিডি প্রতিদিন/ফারজানা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews